ঘণ্টায় সর্বোচ্চ ৬২-৬৮ কি মি গতিবেগের সামুদ্রিক ঝড়ের সম্ভাবনা থাকলে নৌযানকে অবিলম্বে নিরাপদ আশ্রয় গ্রহণের নির্দেশনা বলতে কোন বিপদ সংকেতটি দেখানো হয় ?
A ১নং সতর্কতা সংকেত
B ২ নং নৌ হুঁশিয়ারি সংকেত
C ৬ নং বিপদ সংকেত
D ৪ নং মহাবিপদ সংকেত
Solution
Correct Answer: Option C
দুর্যোগপূর্ণ আবহওয়ায় সমুদ্র ও নৌপথে নিরাপদ চলাচল ও জানমাল রক্ষার জন্য ২ মার্চ ,২০০৮ সালে নতুন ঘূর্ণিঝড় সতর্ক সংকেত চালু করে ।সরকার অনুমোদিত নতুন পদ্ধতিতে নদী বন্দরের জন্য মোট ৬ টি এবং সমুদ্রবন্দরের জন্য ১০ টি সতর্ক সংকেত চালু থাকবে ।বিপদ সংকেত ৬ এর অর্থ -মাঝারি তীব্রতাসম্পন্ন সামুদ্রিক ঘূর্ণিঝড়ের কারণে বন্দর ও সংলগ্ন এলাকায় মাঝারি ঝড়ো আবহাওয়া বিরাজ করবে ।বাতাসের গতিবেগ হবে ৬২-৮৮ কিমি .৬ নং বিপদ সংকেত চলার সময় নৌযানকে অবিলম্বে নিরাপদ আশ্রয় গ্রহণের নির্দেশ দেওয়া হয় এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে হবে ।