ছবি নকশা ও লোগো তৈরিতে ব্যবহৃত প্রোগ্রাম কোনটি ?
A মাইক
B ইলাস্ট্রেটর
C টার্গেট লেয়ার
D মাইক্রোসফট
Solution
Correct Answer: Option B
অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে একটি ভেক্টর গ্রাফিক্স সম্পাদনাকারী সফটওয়্যার। যা শুধু ইলাস্ট্রেটর নামেই বেশি পরিচিত। এই সফটওয়্যারটি তৈরি ও বাজারজাত করেছে অ্যাডোবি সিস্টেমস। অ্যাডোবির সবথেকে জনপ্রিয় সফটওয়্যারগুলোর মধ্যে এটি অনতম। বর্তমানে অ্যাডোবি আরেকটি অন্যতম প্লাটফর্ম ফিগমাকে ক্রয় করে নিয়েছে।