কম্পিউটারে ব্যবহৃত Solid State Drive কী ?
Solution
Correct Answer: Option A
Solid State Drive (SSD) হল কম্পিউটারে ব্যবহৃত নতুন প্রজন্মের Storage device (Memory ) ।এটি একই রকমভাবে হার্ড ডিস্ক ড্রাইভের মতো কম্পিউটারে ডাটাগুলিকে স্টোর করে রাখে ।SSD মূলত কম্পিউটারে এক ধরনের ফ্ল্যাশ স্টোরেজ ব্যবস্থা ,যার মূল কাজ হল তথ্য সংরক্ষণ করা ।