মনে করুন,আপনি একজন হিসাব রক্ষণ কর্মকর্তা ।অফিসের সবার বেতন ও অন্যান্য সুবিধা প্রাপ্তির হিসাব রাখা আপনার কাজ ।এ কাজ নিচের কোন প্রোগ্রামটি সবচেয়ে সহায়ক হতে পাড়ে ?

A মাইক্রোসফট ওয়ার্ড

B মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট

C মাইক্রোসফট এক্সেল

D গুগল ড্রাইভ

Solution

Correct Answer: Option C

Ms-Excel বর্তমান সময়ে জনপ্রিয় Spread Sheet software .এটি হিসাব -নিকাশের কাজ করার জন্য ব্যবহার করা হয় .১৯৮৫ সালে মাইক্রোসফট কোম্পানি Ms-Excel এর ১ম সংস্ক্ররণ বাজারে নিয়ে আসে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions