হাইপারলিঙ্ক বলতে কি বোঝায়?
A কম্পিউটার নেটওয়ার্ক সংযুক্ত প্রতিটি ডিভাইসের পরিচিতি
B একটি পেজের কোন অংশের সাথে অন্য একটি পেজের সংযোগ রাখা
C ইন্টারনেটের সাথে যথাযথভাবে সংযুক্ত কম্পিউটার স্পেস
D ইন্টারনেটের বিভিন্ন সার্ভারে রাখাঁ ফাইল
Solution
Correct Answer: Option B
- কম্পিউটিংয়ে, একটি হাইপারলিংক (ইংরেজি: Hyperlink) হল উপাত্তের একটি রেফারেন্স বা ইঙ্গিত যা পাঠক সরাসরি ক্লিক করে বা মাউস রাখার দ্বারা অনুসরণ করতে পারে। একটি নথির একটি সম্পূর্ণ নথিতে অথবা একটি নির্দিষ্ট উপাদানে একটি হাইপারলিংক পয়েন্ট করে। হাইপারটেক্সট হল লেখাসহ হাইপারলিংক।
- হাইপারটেক্সক্ট রেফারেন্স(href) href এট্রিবিউট নিদের্শ করে যে ইউজার ক্লিক করে কোথায় যাবে।Hypertext reference হতে পারে Internal, Local, Global ।