কম্পিউটার ও ইন্টারনেট জগতে ভিয়েনা ,জেরুজালেম ,সিআইএইচ ,অ্যানকুর্নিকোভা ইত্যাদিকে কী নামে অভিহিত করা হয় ?

A কম্পিউটার ভাইরাস

B কম্পিউটার প্রোগ্রাম

C সফটওয়্যার ইন্টারফেস

D ওয়েবসাইট ব্রাউজার

Solution

Correct Answer: Option A

Vital Information Resources Under Seize (VIRUS) এক ধরনের প্রোগ্রাম (Software) যা স্বয়ংক্রিয়ভাবে নির্বাহ, সংক্রমণ ও নিজস্ব সংখ্যাবৃদ্ধি করে। এই Program কিছু নির্দেশ বহন করে যা Computer এর CPU কর্তৃক গ্রহণ করে Computer-কে অস্বাভাবিক, অগ্রহণযোগ্য এবং অস্বস্তিদায়ক কাজ করতে বাধ্য করে। ১৯৭১ সালে বব থমাস প্রথম Computer Virus তৈরি করেন আর ১৯৮৩ সালে ফ্রেডরিক কোহেন Virus নামকরণ করেন। ভিয়েনা, জেরুজালেম, সিআইএইচ, অ্যানা কুর্নিকোভা কম্পিউটার ভাইরাস।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions