Solution
Correct Answer: Option B
২০১১ সালের মে মাসে পাকিস্তানে ওসামা বিন লাদেন হত্যার পর পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানি রাস্ট্রদূত হুসেইন হাক্কানীর নির্দেশে পাক বংশোদ্ভূত মার্কিন শিল্পপতি মনসুর ইজাজ একটি স্মারকপত্র বানিয়ে ততকালীন মার্কিন সেনাপ্রধান মাইক মুলেনকে দিয়েছিলেন। সেই স্মারকলিপিতে বলা হয়েছিল পাক সেনাবাহিনীর গোপন অভ্যুত্থানের ছক প্রসঙ্গে, এটি ছিল নাম ও ঠিকানাবিহীন মেমো বা পত্র।
পরবর্তীতে ২০১১ সালের ১০ অক্টোবর মনসুর ইজাজ পত্রিকায় লিখিত একটি নিবন্ধে তথ্যটি প্রকাশ করলে তা পাকিস্তানে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করে। সুপ্রিমকোর্ট এটি তদন্তে একটি কমিশন গঠন করে। এটিই ‘মেমোগেট কেলেঙ্কারি’ নামে পরিচিত।
এই রকম আরো কিছু কেলেঙ্কারিঃ
বোফোর্স - রাজীব গান্ধী
ইমেইল - হিলারী
ওয়াটারগেট - নিক্সন
ইরান কন্ট্রা - রোনাল্ড রিগান