Solution
Correct Answer: Option A
- প্রাচীন বাংলার ইতিহাসে পাল রাজবংশ দীর্ঘকাল শাসন করেছে।
- সুশাসন, জনকল্যাণ, ধর্মীয় সহিষ্ণুতা এবং উন্নত জীবনবোধের প্রতিষ্ঠার ক্ষেত্রে পাল রাজবংশ ছিল প্রথম।
- পাল রাজারা অষ্টম শতকের মাঝামাঝি থেকে প্রায় চারশত বছর বাংলা ও বিহার অঞ্চলে রাজত্ব করেছেন।
- গোপাল নামক একজন উচ্চবর্গীয় ব্যক্তি নৈরাজ্য ও চরম অরাজকতার হাত থেকে বাংলাকে রক্ষা করে এই রাজবংশের প্রতিষ্ঠা করেন।
- ধর্মপাল, দেবপাল, এবং মহিপালসহ অনেক পাল রাজা বাংলা শাসন করেছেন।
- পাল যুগের নিদর্শন হিসেবে তালপাতার পুঁথিচিত্র উল্লেখযোগ্য।
- তালপাতার উপর চিত্রসম্বলিত বৌদ্ধ গ্রন্থ অষ্টসাহস্রিকা-প্রজ্ঞাপারমিতা পান্ডুলিপির বারোটি রঙ্গিন চিত্র বঙ্গীয় চিত্রকলার প্রাচীনতম নিদর্শন হিসেবে পরিচিত।
- বর্তমানে এই দুর্লভ পান্ডুলিপিটি কলকাতার এশিয়াটিক সোসাইটিতে সংরক্ষিত আছে।