জসীম একটি সারির বামপ্রান্ত থেকে ৯ম কিন্তু ডানপ্রান্ত থেকে ৭ম স্থানে অবস্থান করছে। ঐ সারিতে মোট কতজন আছে?

A ১৫

B ১৬

C ১৭

D ১৮

Solution

Correct Answer: Option A

জসীম বামপ্রান্ত থেকে 9ম স্থানে আছে
জসীম ডানপ্রান্ত থেকে 7ম স্থানে আছে

এখন, জসীম থেকে বামপ্রান্ত পর্যন্ত আছে = (9 - 1) = 8 জন
এবং জসীম থেকে ডানপ্রান্ত পর্যন্ত আছে = (7 - 1) = 6 জন

মোট সংখ্যা = 8 + 1 + 6 = 15 জন

(বামপ্রান্ত থেকে জসীম পর্যন্ত + জসীম নিজে + জসীম থেকে ডানপ্রান্ত পর্যন্ত)
তাহলে, সারিতে মোট 15 জন আছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions