একটি দোকান থেকে y টাকা দিয়ে 16টি কলম কেনা যায়। কলমের মূল্য যদি 20% কমানো হয় তবে z টাকা দিয়ে কয়টি কলম কেনা যাবে?
Solution
Correct Answer: Option A
এখানে, 1টি কলমের মূল্য = y টাকা
∴ 20% কমে 16টি কলমের মূল্য = y × (80/100) = 4y/5
এখন,
4y/5 টাকায় পাওয়া যায় = 16টি কলম
1 টাকায় পাওয়া যায় = (16 × 5)/4y টি কলম
∴ z টাকায় পাওয়া যায় = (16 × 5 × z)/4y টি কলম
= 20z/y টি কলম