বাংলা সনের প্রবর্তক কে?
Correct Answer: Option B
চৈত্র সংক্রান্তি উদযাপনের ইতিহাস প্রায় দেড় হাজার বছরের প্রাচীন হলেও পহেলা বৈশাখ পালনের ইতিহাস খুব প্রাচীন নয়। বাংলা সনের শুরু মোগল স¤্রাট আকবরের শাসনামলে। তখন এতদঞ্চলে একমাত্র হিজরি সনের প্রচলন ছিল। হিজরি চান্দ্র বৎসরের হিসাবে প্রতি বছর ১০/১১ দিন এগিয়ে যেত। এতে ফসল কাটার মৌসুমে খাজনা আদায়ে অসুবিধা হত। আকবর অসুবিধা দূর করতে চান্দ্র বর্ষের হিসাবকে সৌর বৎসরের গণনায় রূপান্তরের চিন্তা করলেন। এ কাজের দায়িত্ব অর্পণ করেন তারই সভাসদ পন্ডিত আমির ফতেহউল্লাহ সিরাজিকে। তিনি ফসল ঘরে তোলার সময়কে গুরুত্ব দিয়ে হিজরি সন ও শকাব্দের সঙ্গে খ্রিস্টাব্দের সমন্বয় করে বঙ্গাব্দের প্রবর্তণ করেন। শুরু হয় বাংলা নববর্ষের প্রচলন। এখানে যেহুতু আকবর নাই, তাই আমির ফতেহউল্লাহ সিরাজি হবে
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions