NAM'র প্রথম শীর্ষ সম্মেলন কোথায়, কখন অনুষ্ঠিত হয়?

A বান্দুং, ১৯৫৫

B বেলগ্রেড, ১৯৬১

C নয়াদিল্লি, ১৯৫৬

D আক্রা, ১৯৬৮

Solution

Correct Answer: Option B

- ১৯৫৫ সালে ইন্দোনেশিয়ার বান্দুংয়ে অনুষ্ঠিত সম্মেলনে ন্যাম প্রতিষ্ঠার ব্যাপার নীতিগত সিদ্ধান্ত হয় এবং ১৯৬১ সালে যুগোশ্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে প্রথম শীর্ষ সম্মেলনের মাধ্যমে NAM আনুষ্ঠানিভাবে প্রতিষ্ঠা লাভ করে
- NAM এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ২৫ আর বর্তমান সদস্য ১২১।
- ১৯তম NAM সম্মেলন উগান্ডার কাম্পালায় জানুয়ারি ২০২৪ এ অনুষ্ঠিত হয়। 
- পরবর্তী ২০তম সম্মেলন অনুষ্ঠিত হবে ২০২৭ সালে উজবেকিস্তানে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions