In a class, if 4 students sit in each bench, there are 3 empty benches, but 6 students have to stand if 3 students sit each bench. How many students are there in that class?
A 50
B 60
C 70
D 80
E None of these
Solution
Correct Answer: Option B
প্রশ্নে বলা হচ্ছে, একটি ক্লাসের প্রতিটি সীটে 4 জন করে বসলে 3 টি বেঞ্চে খালি থাকে। আবার, প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 6 জনকে দাড়িয়ে থাকতে হয়। ক্লাসে কতজন শিক্ষার্থী রয়েছে?
ধরি,
বেঞ্চ সংখ্যা = ক টি
একটি শ্রেণির প্রতি বেঞ্চে ৪ জন করে ছাত্র বসলে ৩ টি বেঞ্চ খালি থাকে।
∴ ছাত্রসংখ্যা = (ক - ৩) × ৪ জন
প্রতি বেঞ্চে ৩ জন করে ছাত্র বসালে ৬ জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়।
∴ ছাত্রসংখ্যা = ৩ক + ৬ জন
প্রশ্নমতে,
(ক - ৩) × ৪ = ৩ক + ৬
⇒ ৪ক - ১২ = ৩ক + ৬
∴ ক = ১৮
ছাত্রসংখ্যা = (ক - ৩) × ৪ জন
= (১৮ - ৩) × ৪ জন
= ১৫ × ৪ জন
= ৬০ জন