শিশু মৃত্যুহার হ্রাসে সাফল্যের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি এ্যাওয়ার্ড পেয়েছেন?
A জাতিসংঘ শান্তি পুরস্কার
B সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি
C প্ল্যানেট ফিষ্টি-ফিষ্টি
D এমডিজি এ্যাওয়ার্ড -২০১০
Solution
Correct Answer: Option D
(Millennium Development Goals-MDGs) এর অন্যতম হলো শিশুমৃত্যু হার কমানোর জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনা ২০১০ সালে MDG award 2010 লাভ করেন। MDG এর মেয়াদ শেষ হয় ২০১৫ সালে, এর পর জাতিসংঘ চালু করে SDG।