বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কী?

A মহাভারত

B মহাশশ্মান

C মেঘনাদ বধ

D অশ্রুমালা

Solution

Correct Answer: Option C

বাংলা কাব্য শিত্যে আধুনিকতার জনক মাইকেল মধুসূদন দত্ত । তার রচিত 'মেঘনাদবধ কাব্য' বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য ।
- এটি ১৮৬১ সালে দুই খণ্ডে বই আকারে প্রকাশিত হয়। কাব্যটি মোট নয়টি সর্গে বিভক্ত। 
- 'রামায়ণ'- এর কাহিনি অবলম্বনে রচিত এ মহাকাব্যে সর্গ সংখ্যা রয়েছে নয়টি ।
- এ মহাকাব্যের জন্য তিনি বাংলা সাহিত্যে স্মরণীয় হয়ে আছেন ।

তার রচিত আরও কয়েকটি কাব্যগ্রন্থঃ
- তিলোত্তমাসম্ভব কাব্য,
- ব্রজাঙ্গনা কাব্য,
- বীরাঙ্গনা কাব্য,
- চতুর্দশপদী কবিতাবলী ইত্যাদি। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions