নিচের কোনটি চন্দ্রকুমার দে সংগৃহীত পালাগান?

A মলুয়া

B দেওয়ানা আশিকানা

C চন্দ্রাবতী

D পদ্মাবতী

Solution

Correct Answer: Option A

স্যার আশুতোষ মুখোপাধ্যায় মহাশয়ের আনুকূল্যে চন্দ্রকুমার দে কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক মৈমনসিংহ গাথা সংগ্রহাক হিসেবে ড. দীনেশ চন্দ্র সেন মহাশয়ের কাছ থেকে নিম্নের পালাগুলো সংগ্রহ করে আনেন।

- মহুয়া (রচয়িতা দ্বিজ কানাই) রচনাকাল-১৬৫০ সালের দিকে বলে ধারণা করা হয়। এর প্রধান চরিত্র মহুয়া,নদের চাদ। এটি বিয়োগাত্মক প্রেমকথন। 
- চন্দ্রাবতী (রচয়িতা নয়নচাঁদ ঘোষ),
- কমলা (রচয়িতা দ্বিজ ঈশান),
- দেওয়ানা মদিনা (রচয়িতা মনসুর বয়াতী),
- মলুয়া (এই পালাটির সূচনাতে মহিলা কবি চন্দ্রাবতীর একটি বন্দনা রয়েছে বলে এর রচয়িতা হিসেবে চন্দ্রাবতীকে মনে করা হয়) 
- দেওয়ান ভাবনা (চন্দ্রাবতী প্রণীত) ,
- কাজলরেখা ,
- রূপবতী,

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions