কোনটি আবিষ্কারের ফলে ঘরে বসেই অফিসের কাজ করা সম্ভবপর হচ্ছে?

A ল্যাপটপ

B কম্পিউটার

C মোবাইল

D ইন্টারনেট

Solution

Correct Answer: Option D

- ঘরে বসেই অফিসের কাজ করা সম্ভব হয়েছে মূলত ইন্টারনেটের আবিষ্কারের ফলে।
- ইন্টারনেট হচ্ছে সারা পৃথিবী জুড়ে বিস্তৃত, পরস্পরের সাথে সংযুক্ত অসংখ্য কম্পিউটার নেটওয়ার্কের সমষ্টি, যার মাধ্যমে তথ্য আদান-প্রদান, ভিডিও কনফারেন্স, ই-মেইল, ক্লাউড স্টোরেজ, ওয়েব অ্যাপ্লিকেশনসহ নানা ধরনের অফিসিয়াল কাজ দূর থেকে সহজেই করা যায়।
- ইন্টারনেট না থাকলে ল্যাপটপ, কম্পিউটার বা মোবাইল ফোন থাকলেও ঘরে বসে অফিসের কার্যক্রম পরিচালনা করা সম্ভব হতো না, কারণ এসব ডিভাইসের মাধ্যমে অফিসের সার্ভার, ডেটাবেস বা সহকর্মীদের সাথে সংযুক্ত হওয়ার জন্য ইন্টারনেট অপরিহার্য।
- তাই আধুনিক "ওয়ার্ক ফ্রম হোম" বা দূরবর্তী অফিসের মূল ভিত্তি হলো ইন্টারনেটের আবিষ্কার।

- আধুনিক ইন্টানেট আবিষ্কার হয় ১৯৬৯ সালে।
- ইন্টারনেটের আবিষ্কারক স্যার টিম বার্নার্স লি।
- ব্রিটিশ এই কম্পিউটার বিজ্ঞানী ২০ শতকের শেষের দিকে এসে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা www তৈরি করেন।
- বার্নার্স লি হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল বা এইচটিপির মাধ্যমে অন্যের সঙ্গে যোগাযোগে প্রথম ইন্টারনেট ওয়েবসাইট তৈরি করেন ১৯৮৯ সালে। যা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব নামে পরিচিতি পায়।
- ১৯৯১ সালের ৬ আগস্ট বিশ্বের প্রথম ওয়েবসাইট খুলে দেন তিনি। তবে প্রথম ভিজিটর আসে ২৩ আগস্ট। বার্নার্স লি ৮ জুন ১৯৫৫ সালে লন্ডনে জন্মগ্রহণ করেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions