নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহারণ?

A সিংহাসন

B চৌরাস্তা

C ভাইবোন

D উপজেলা

Solution

Correct Answer: Option C

যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের প্রাধান্য থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে৷
যেমন - ভাই ও বোন - ভাইবোন, মা ও বাবা = মা-বাবা।

সিংহ চিহ্নিত আসন = সিংহাসন (মধ্যপদলােপী কর্মধারয়)।
গাছে পাকা = গাছপাকা (তৎপুরুষ সমাস)।
কানে কানে যে কথা = কানাকানি (ব্যতিহার বহুব্রীহি)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions