আয়োডিনের অভাবে কী রোগ হয়?
A রাতকানা
B নিকেটস
C গলগণ্ড
D থ্যালাসেমিয়া
Solution
Correct Answer: Option C
থাইরয়েড গ্রন্থির অস্বাভাবিক বৃদ্ধিকে গলগন্ড রোগ
বলে। সাধারণত আয়োডিনের ঘাটতির কারণে এ রোগ হয়।
গলগন্ড রোগ নির্ণয় ও সারাতে রেডিও আইসোটোপ ব্যবহার
করা হয়।