একটি ত্রিভুজের দুইটি বাহু যথাক্রমে ৫ সেমি ও ৪ সেমি হলে ত্রিভুজের অপর বাহুটি নিচের কোনটি হতে পারে?

A ১ সেমি

B ৪ সেমি

C ৯ সেমি

D ১০ সেমি

Solution

Correct Answer: Option B

আমরা জানি,
ত্রিভুজের যেকোন দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর।
এই হিসেবে ৯ ও ১০ বাদ কারণ, ৫ ও ৪ এর যোগফল এদের চেয়ে বেশি হবে না। 
বাকি অপশন ১ ও ৪, যদি ১ নিই, তাহলে ১+৪=৫ যেটি অন্য বাহুর সমান হহ, তাই ১ হবে না। 
শুধু ৪ হবে। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions