'ক্ষমার যোগ্য'- এর বাক্য সংকোচন কোনটি?

A ক্ষমা

B ক্ষমাপ্রার্থী

C ক্ষমার্হ

D ক্ষমাপ্রদ

Solution

Correct Answer: Option C

∎ ক্ষমার যোগ্য - ক্ষমার্হ 
∎ প্রশংসার যোগ্য - প্রশংসার্হ 
∎ স্মরণের  যোগ্য - স্মরণার্হ
∎ ধন্যবাদের যোগ্য - ধন্যবাদার্হ 
∎ অকালে পক্ক হয়েছে যা অকালপক্ব।
∎ অনুতে (পশ্চাতে) জন্মেছে যে অনুজ
∎ অভিজ্ঞতার অভাব আছে যার অনভিজ্ঞ।
∎ অহংকার নেই যার নিরহংকার।
∎ আচারে নিষ্ঠা আছে যার আচারনিষ্ঠ।
∎ আদি থেকে অন্ত পর্যন্ত আদ্যন্ত, আদ্যোপান্ত ।
∎ আপনাকে কেন্দ্র করে চিন্তা আত্মকেন্দ্রিক
∎ ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাসবেত্তা।
∎ ইতিহাস রচনা করেন যিনি ঐতিহাসিক।
∎ ইন্দ্রিয়কে জয় করেন যিনি জিতেন্দ্রিয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions