ভারত ও পাকিস্তানের অমীমাংসিত সীমানারেখাকে বলা হয়?
A Line of Access Control
B Line of Actual Control
C Line of Control
D Line of No Crossing
Solution
Correct Answer: Option C
প্রথম ইন্দো-পাক কাশ্মীর যুদ্ধের ফলশ্রুতিতে সম্মিলিত জাতিপুঞ্জের মধ্যস্থতায় কাশ্মীরে যুদ্ধবিরতি যে সীমারেখা সৃষ্টি হয় তা 'লাইন অফ কন্ট্রোল' (L.O.C.) নামে পরিচিত। এটি আন্তর্জাতিক ভাবে স্বীকৃত সীমারেখা নয়।