মস্তিষ্কের ডোপামিন তৈরির কোষগুলো নষ্ট হলে কী রোগ হয়?
A প্রমবোসিন
B প্যারালাইসিস
C এপিলেপসি
D পারকিনসন
Solution
Correct Answer: Option D
- পারকিনসন রোগ মানবদেহের মস্তিষ্কে হয়। সাধারণত এ রোগ হয় ৫০ বছর বয়সের পরে।
- পারকিনসন রোগ হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের এক প্রকার দীর্ঘমেয়াদি অধপতনজনিত রোগ।এর ফলে রোগির নড়াচড়ার ক্ষমতা শ্লথ হয়ে যায় এবং বিশ্রামরত অবস্থায়ও হাত-পা কাপতে থাকে এবং পেশিসমূহ অনড় ও দুর্বল হয়।