'মন্ট্রিল প্রটোকল' কোন বিষয়ের সাথে সম্পর্কিত?
Solution
Correct Answer: Option C
মন্ট্রিয়ল চুক্তি বা মন্ট্রিয়ল প্রটোকল মন্ট্রিল প্রটোকল হচ্ছে ওজোন স্তর রক্ষা করার জন্যে একটি আন্তর্জাতিক চুক্তি। ওজোন স্তরকে রক্ষা করার জন্যে ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর সাক্ষরিত হয় মন্ট্রিল চুক্তি, এবং ১৯৮৯ সালের ১ জানুয়ারি থেকে এটি কার্যকর হয়। এটি প্রথম সংশোধন হয় ১৯৮৯ সালে।
এখন পর্যন্তঃ
- United Nations Environment Programme এর ওয়েবসাইট অনুসারে ৫বার সংশোধন হয়েছে।
- Department of Agriculture, Water and the Environment, Australia Government এর ওয়েবসাইট অনুসারে ৬ বার সংশোধন হয়েছে।