আধুনিক যুগের প্রথম অলিম্পিক গেমসের আয়োজন কবে করা হয়?

A ১৮৯৬ সালে

B ১৯০০ সালে

C ১৮৮০ সালে

D ১৯১২ সালে

Solution

Correct Answer: Option A

- প্রাচীন অলিম্পিক গেমসের দীর্ঘ বিরতির পর, আধুনিক অলিম্পিক গেমসের পুনরুত্থান ঘটে ১৮৯৬ সালে
- ফরাসি শিক্ষাবিদ ব্যারন পিয়ের দে কুবার্ত্যাঁর (Baron Pierre de Coubertin) উদ্যোগে ১৮৯৬ সালের ৬ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত গ্রিসের এথেন্সে প্রথম আধুনিক অলিম্পিক গেমসের আয়োজন করা হয়।
- এই গেমসকে আনুষ্ঠানিকভাবে "গেমস অফ দ্য আই অলিম্পিয়াড" (Games of the I Olympiad) বলা হয়।
- এটি ক্রীড়া ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা করে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions