The poem "Shadhinota Tumi" is written by-

A Kazi Nazrul Islam

B Ahmed Sofa

C Shamsur Rahman

D Rabindranath Tagore

Solution

Correct Answer: Option C

- শামসুর রাহমান মুক্তিযুদ্ধকালীন মুক্তিযুদ্ধের পটভূমিতে 'মজলুম আদিব' ছদ্মনামে 'বন্দী শিবির থেকে' কাব্যগ্রন্থটি রচনা করেন।
- এ কাব্যের প্রতিটি কবিতায় স্বাধীনতা যুদ্ধকালীন আবেগ ও প্রত্যাশা ব্যক্ত হয়েছে।
- কাব্যটির ৩৮টি কবিতার মধ্যে অন্যতম কবিতা 'স্বাধীনতা তুমি'।
- এ কবিতাটি তিনি মহান মুক্তিযুদ্ধের সময় এপ্রিলের প্রথমদিকে যুদ্ধের ধ্বংসলীলা দেখে রচনা করেন।
- কবিতাটির বিখ্যাত পঙ্ক্তি- 'স্বাধীনতা তুমি / ফসলের মাঠে কৃষকের হাসি। / স্বাধীনতা তুমি / রোদেলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার।'

তাঁর রচিত অন্যান্য বিখ্যাত কবিতা:
- ‘হাতির শুড়’,
- ‘টেলেমেকাস',
- ‘বর্ণমালা,
- আমার দুঃখিনী বর্ণমালা’,
- ‘আসাদের শার্ট’,
- ‘স্বাধীনতা তুমি’,
- ‘তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা।'

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions