UNFCCC -এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

A জেনেভা, সুইজারল্যান্ড

B নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র

C বন, জার্মানি

D নাইরোবি, কেনিয়া

Solution

Correct Answer: Option C

১৯৯২ সালে United Nations Framework Convention on Climate Change (UNFCCC) স্বাক্ষরিত হয় যা ২১ মার্চ ১৯৯৪ কার্যকর হয়। এতে ১৯৭ টি দেশ ও সংস্থা স্বাক্ষর করে। এই চুক্তির বাস্তবায়ন ও পর্যালোচনার জন্যে ১৯৯৫ সাল থেকে প্রতিবছর UNFCCC এর উদ্যোগে Conference of Parties (CoP) এর আয়োজন করা হয়। এতে UNFCCC তে স্বাক্ষরকারী দেশ ও সংস্থা অংশ নেয়। সর্বশেষ ২০১৯ সালের ডিসেম্বরে স্পেনের মাদ্রিদে CoP-25 অনুষ্ঠিত হয়। পরবতী CoP-26 অনুষ্ঠিত হবে ২০২১ সালে স্কটল্যান্ডের গ্লাসগো শহরে। UNFCCC এর সদরদপ্তর জার্মানির বন শহরে অবস্থিত।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions