Solution
Correct Answer: Option C
১৯৯২ সালে United Nations Framework Convention on Climate Change (UNFCCC) স্বাক্ষরিত হয় যা ২১ মার্চ ১৯৯৪ কার্যকর হয়। এতে ১৯৭ টি দেশ ও সংস্থা স্বাক্ষর করে। এই চুক্তির বাস্তবায়ন ও পর্যালোচনার জন্যে ১৯৯৫ সাল থেকে প্রতিবছর UNFCCC এর উদ্যোগে Conference of Parties (CoP) এর আয়োজন করা হয়। এতে UNFCCC তে স্বাক্ষরকারী দেশ ও সংস্থা অংশ নেয়। সর্বশেষ ২০১৯ সালের ডিসেম্বরে স্পেনের মাদ্রিদে CoP-25 অনুষ্ঠিত হয়। পরবতী CoP-26 অনুষ্ঠিত হবে ২০২১ সালে স্কটল্যান্ডের গ্লাসগো শহরে। UNFCCC এর সদরদপ্তর জার্মানির বন শহরে অবস্থিত।