বাংলাদেশ সফরকারী জাতিসংঘের প্রথম মহাসচিব কে?

A দাগ হ্যামারশোল্ড

B কফি আনান

C পেরেজ দ্যা কুয়েলার

D কুর্ট ওয়ার্ল্ডহেইম

Solution

Correct Answer: Option D

জাতিসংঘ মহাসচিব কুর্ট ওয়াল্ডহেইম ছিলেন ৪র্থ মহাসচিব, তার আমলে বাংলাদেশ জাতিসংঘের সদস্য হয়। ১৯৭৩ সালের ৯ ফেব্রুয়ারি জাতিসংঘ মহাসচিব কুর্ট ওয়াল্ডহেইম বাংলাদেশ সফরে আসেন এবং প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সাথে সাক্ষাৎ করেন এবং যুদ্ধ বিধ্বস্ত দেশের অবকাঠামোগত উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা করেন। এ সফর দ্বারা জাতিসংঘ বাংলাদেশের জাতিগঠন প্রক্রিয়ায় সমর্থন দান করে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions