বিশ্ব পরিবেশ দিবস - ২০২২ এর মূল প্রতিপাদ্য বিষয়-
Solution
Correct Answer: Option D
এবারকার 'বিশ্ব পরিবেশ দিবস'–এর প্রতিপাদ্য বিষয় 'অনলি ওয়ান আর্থ', যা বাংলা করলে দাঁড়ায় 'শুধু একটাই পৃথিবী'। এ বছর এর আয়োজক সুইডেন। উল্লেখ্য, ১৯৭২ সালে জাতিসংঘ কর্তৃক স্টকহোম কনফারেন্স অন দ্য হিউম্যান এনভায়রনমেন্টে অনুষ্ঠিত হয়েছিল। আর সেই সম্মেলনের স্লোগানও একই ছিল।