India House is located in-
A London
B Delhi
C New York
D Karachi
Solution
Correct Answer: Option A
- ভারতের কূটনৈতিক দূতাবাস লন্ডনের ইন্ডিয়া হাউসে অবস্থিত।
- ১৯২৫ সালে তৎকালীন ভারতীয় হাইকমিশনার স্যার অতুলচন্দ্র চট্টোপাধ্যায় ইন্ডিয়া হাউস গঠনের প্রস্তাব দেন।
- ১৯৩০ সালে এর নির্মাণ কাজ শেষ হয় । তৎকালীন রাজা পঞ্চম জর্জ এই ভবন উদ্বোধন করেন।