কোন বিষয়টি অনুবাদের ক্ষেত্রে পরিবর্তন করা যাবে না?

A ক্রিয়ার কাল

B ভাষার অলংকার

C বাক্যের দৈর্ঘ্য

D পদক্রম

Solution

Correct Answer: Option A

অনুবাদ প্রাঞ্জল করার জন্য ভাবানুবাদ জরুরি৷ এ উদ্দেশ্যে ভাষার অলংকারের পরিবর্তন, বাক্যের দৈর্ঘ্যের সংকোচন প্রসারণ এবং পদক্রমের পরিবর্তন করা যায়৷ কিন্তু ক্রিয়ার কাল পরিবর্তন করলে অনুবাদ সঠিক হয় না৷
যেমনঃ I went to the market.
এটা অতীত কালে আছে, কিন্তু অনুবাদে বর্তমান বা ভবিষ্যতকালের ব্যবহার দূষণীয়।
উপরিউক্ত বাক্যের ভুল অনুবাদ- আমি বাজারে যাবো/যাই৷

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions