Solution
Correct Answer: Option C
প্রাণীর মলমুত্র বিশেষ করে গরু ,ঘোড়া ,মহিষ ইত্যাদির গোবরে কিছু পচা লতাপাতা ও পানি মিশালে গাঁজন বা ফারমেন্টেশন প্রক্রিয়া সংঘটিত হয় ।এ প্রক্রিয়ায় যে গ্যাসীয় মিশ্রণ উৎপন্ন হয় তাই বায়োগ্যাস ।বায়োগ্যাসের উপাদানগুলোর মধ্যে মিথেন ,কার্বন ডাই অক্সাইড , হাইড্রোজেন সালফাইড ও হাইড্রোজেন থাকে ।তবে মিথেন মোট উপাদানের ২/৩ ভাগ এবং গ্যাসটিই বায়োগ্যাসের জ্বালানি ।