Solution
Correct Answer: Option C
শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধের প্রথম সময়কার চালচিত্র ভিত্তিক উপন্যাস 'জাহান্নাম হইতে বিদায়,
শওকত ওসমান রচিত উপন্যাস:
- নেকড়ে অরণ্য,
- পতঙ্গ পিঞ্জর,
- রাজসাক্ষী,
- জলাঙ্গী,
- পুরাতন খঞ্জর,
- বনি আদম,
- জননী,
- ক্রীতদাসের হাসি,
- সমাগম,
- রাজা উপাখ্যান,
- দুই সৈনিক,
- চৌরসন্ধি ইত্যাদি।
গল্পগ্রন্থ:
- ঈশ্বরের প্রতিদ্বন্দী,
- জন্ম যদি তব বঙ্গে ইত্যাদি।
নিম্ন মধ্যবিত্তের জীবন নিয়ে ‘শঙ্খনীল কারাগার’ লেখেন হুমায়ূন আহমেদ।