'দারিদ্র্য' কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্ভুক্ত?

A সাম্যবাদী

B বিষের বাঁশী

C সিন্ধু-হিন্দোল

D নতুন চাঁদ

Solution

Correct Answer: Option C

দারিদ্র্য কবিতাটি  'সিন্ধু-হিন্দোল' কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।
-এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় ১৯২৭ সালে ।
-বাংলাদেশের জাতীয় কবি হচ্ছেন কাজী নজরুল ইসলাম
-তিনি ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন
-তিনি ১৩৮৩ বঙ্গাব্দের ১২ই ভাদ্র ঢাকার পিজি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।     l

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions