Solution
Correct Answer: Option C
বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপদ। হরপ্রসাদ
শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজদরবার (রয়েল লাইব্রেরি)
থেকে 'চর্যাপদ' আবিষ্কার করেন। ড. মুহম্মদ শহীদুল্লাহর
মতে, চর্যাপদের প্রাচীনতম কবি শবরপা এবং আধুনিকতম
কবি ভুসুকুপা। হরপ্রসাদ শাস্ত্রীর মতে, আদি কবি লুইপা
(প্রথম পদের রচয়িতা)। চর্যাপদের সবচেয়ে বেশি পদের
৯৯ (১৩টি) রচয়িতা হলেন কাহ্নপা ।