১৬ সে.মি. ব্যাস বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
Solution
Correct Answer: Option B
দেওয়া আছে,
বৃত্তের ব্যাস =১৬ সে মি
অতএব বর্গের কর্ণ =১৬ সে মি
মনে করি ,
বর্গক্ষেত্রটির একবাহু =x
" কর্ণ =√২x
প্রশ্নমতে,
√২x=১৬
বা,x=১৬/√২
বা,x=৮√২
অতএব , বর্গের ক্ষেত্রফল (বাহু)²
=(৮√২)²
=৬৪× ২
=১২৮ বর্গ সে মি