
ধরি,
উভয় ভাষায় কথা বলতে পারে = x জন
∴ শুধু ফ্রেঞ্চ বলতে পারে = (55 - x) জন
∴ শুধু স্প্যানিশ বলতে পারে = (40 - x) জন
দেওয়া আছে,
কোনো ভাষায় কথা বলে না = 20 জন
প্রশ্নমতে,
(55 - x) + x + (40 - x) = 100 - 20
95 - x = 80
x = 95 - 80
x = 15
শুধু ফ্রেঞ্চ বলতে পারে = (55 - 15) জন = 40 জন
শুধু স্প্যানিশ বলতে পারে = (40 - 15) জন = 25 জন
∴ শুধুমাত্র একটি ভাষায় (ফ্রেঞ্চ বা স্প্যানিশ) কথা বলতে পারে = (40 + 25) জন = 65 জন