What is the objective of the 2025 "Blue Deal" adopted by the UN?

A Combat plastic waste

B Regulating maritime trade routes

C Protect water resources and equitable access

D Promote ocean-based tourism

Solution

Correct Answer: Option C

"Blue Deal" পরিকল্পনা বিশ্বজুড়ে জল সম্পদ সংরক্ষণ ও ন্যায়সঙ্গত ব্যবহারের লক্ষ্যে গৃহীত একটি উদ্যোগ। এর প্রধান উদ্দেশ্য হলো পানি সম্পদ রক্ষা করা এবং সকল মানুষের জন্য পানির ন্যায়সঙ্গত অধিগম নিশ্চিত করা। এই উদ্যোগের মাধ্যমে জল দূষণ কমানো, জলাভূমি সংরক্ষণ, সুষ্ঠু জলের বণ্টন এবং জল সংক্রান্ত সংকট মোকাবিলায় সহযোগিতা বৃদ্ধি করা হয়।

- Blue Deal ২০২৫ সালের মধ্যে বিশ্বব্যাপী পানি সম্পদ সংরক্ষণ ও ন্যায়সঙ্গত ব্যবহার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়।
- এটি পানি দূষণ নিয়ন্ত্রণসুপরিকল্পিত জল ব্যবস্থাপনা প্রচার করে।
- বিশ্বজুড়ে জলের নিরাপদ ও সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে।
- অন্য কোনো ক্ষেত্রে যেমন প্লাস্টিক বর্জ্য কমানো বা সামুদ্রিক পর্যটন উন্নয়ন এটি কেন্দ্রীয় উদ্দেশ্য নয়, তাই সেই অপশানগুলো সঠিক নয়।

সুতরাং, "Protect water resources and equitable access" অপশনটি Blue Deal এর মূল লক্ষ্যকে পরিবেশন করে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions