Solution
Correct Answer: Option C
মৈয়নসিংহ গীতিকা ময়মনসিংহের প্রাচীন পালাগানের সংকলন। এ পালাগানগুলো নেত্রকোনা জেলার আইথর গ্রামের অধিবাসী চন্দ্রকুমার দে সংগ্রহ করেন এবং স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড দীনেশ চন্দ্র সেন ১৯২৩-৩২ সাল পর্যন্ত এই গীতিকাগুলো সম্পাদনা করে প্রকাশ করেন। পরবর্তীতে এই চারখন্ড ১৯৫৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়, যার প্রথম খন্ডটি মৈয়নসিংহ গীতিকা নামে পরিচিত, এটিতে ১০ টি গীতিকা রয়েছে।