কোনটি যোগরূঢ় শব্দের উদাহরণ?

A জলদ

B হস্তী

C সন্দেশ

D বাঁশি

Solution

Correct Answer: Option A

সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে তাদের যোগরূঢ় শব্দ বলে। - যেমনঃ
জলধিঃ 'জল ধারণ করে এমন' অর্থ পরিত্যাগ করে একমাত্র 'সমুদ্র' অর্থেই ব্যবহৃত হয়।
যোগরূঢ় শব্দ সমূহঃ
- পঙ্কজ,
- আদিত্য,
- মহাযাত্রা,
- জলধি,
- জলদ,
- রাজপুত,
- দশানন,
- বহুব্রীহি,
- গোঁফখেজুরে ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions