Which of the following ecosystem covers the largest area of the earth's surface?
Solution
Correct Answer: Option D
বাস্তুতন্ত্র (Ecosystem) হচ্ছে জৈব-অজৈব পদার্থ ও বিভিন্ন জীব সমন্বিত এমন প্রাকৃতিক একক যেখানে বিভিন্ন জীব সমষ্টি পরস্পরের সাথে এবং তাদের পারিপার্শ্বিক জৈব ও অজৈব উপাদানের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে একটি জীবনধারা গড়ে তোলে। পৃথিবী পৃষ্ঠে চারভাগের তিনভাগই পানি। সমুদ্রের পানিতে বেশি জীব প্রজাতি বাস করে। তাই বলা যায়, সমুদ্রই হচ্ছে সবচেয়ে বড় Ecosystem.