- বাংলাদেশের রাষ্ট্রীয়/জাতীয় পতাকার ডিজাইনার - কামরুল হাসান। - এছাড়া বাংলাদেশের মনোগ্রামের ডিজাইনার - এ.এন. সাহা। - বাংলাদেশের আন্তজার্তিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী হলেন - শিল্পাচার্য জয়নুল আবেদিন এবং - বাংলাদেশের শ্রেষ্ঠ কার্টুনিস্ট হলেন - রফিকুন্নবী।
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions