Solution
Correct Answer: Option B
মুঘল সম্রাট জাহাঙ্গীর ঢাকাকে সুবা বাংলার রাজধানী ঘোষণা করে ১৬০৮ সালে ইসলাম খানকে বাংলার সুবেদার নিযুক্ত করেন। সুবেদার ইসলাম খান বার ভূঁইয়াদের দমন করে ১৬১০ সালে রাজমহল থেকে ঢাকায় রাজধানী স্থাপন করে ঢাকার নামকরণ করেন জাহাঙ্গীর নগর। এভাবেই ঢাকা শহরের গোড়াপত্তন হয় মুঘল আমলে।