ইসলামি ব্যাংক লিমিটেড (ফিল্ড অফিসার) - ১০.০৬.২০২২ (100 টি প্রশ্ন )
আমরা জানি ,
১ একর =৪৮৪০ বর্গগজ
১০   "    =৪৮৪০০  "
আমরা জানি ,
১০০ কেজি =১ কুইন্টাল
৫০০০ "      =৫০০০/১০০ =৫০ কুইন্টাল
আমরা জানি ,
১০ মিলিয়ন =১ কোটি
৫০ "          =৫০/১০ =৫ কোটি


০.৫ এর ০.০৩ ×১০০%
=০.১৫%


০.০২৩ এর ১%
=০.২৩ × ১/১০০
=০.০০০২৩
মনে করি ,

     পূর্বের জনসংখ্যা ১০০ জন
১০% বেড়ে গেলে জনসংখ্যা ১০০+১০ =১১০ জন

বর্তমানে ১১০ জন হলে পূর্বের  জনসংখ্যা ১০০ জন
"              ১    "       "       "           ১০০/১১০ "
১১০০  "   ১  "           "      "          (১০০ ১১০০)/১১০ জন
                                                 =১০০০ জন
৩×০×০.৩× =০ [কারণ ০ এর সাথে যে কোন সংখ্যা গুণ করলে গুণফল সর্বদা ০ হবে ]
পাঁচ অঙ্কের  ক্ষুদ্রতম সংখ্যা =১০০০০
চার অঙ্কের        "            "  =  ৯৯৯৯
_________________________________________
                            পার্থক্য  =              ১
o.১ এর বর্গমূল =√১/১০  
                      =১/√১০
                     =০.৩১৬২২

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
৩ টি লেবুর ক্রয়মূল্য ১ টাকা
১ টি লেবুর ক্রয়মূল্য  ১/৩ টাকা

আবার ,
২ টি লেবুর বিক্রয়মূল্য ১ টাকা
 ১  "       "          "       ১/২ "

১/৩ টাকায় লাভ হয় ১/৬ টাকা
১           "    "      "  (১×৩)/৬ টাকা
১০০    "       "    "   (৩×১০০)/৬ "
                            =৫০ টাকা
beautifu হচ্ছে adjective .এর noun form হচ্ছে Beauty
Extrempore(পূর্ব প্রস্তুতিহীন) অর্থ- without
সাধারণত abstract noun এর পূর্বে article বসে না। তবে abstract noun-টিকে নির্দিষ্ট করে বুঝালে তার পূর্বে the বসে। অর্থাৎ Everybody should tell the truth- প্রত্যেকেরই সত্য বলা উচিত।
'কোনো কিছু ভোগ করা/ সহ্য করা অর্থে suffer এর পরে preposition হিসেবে from বসে। He has been suffering from fever- সে জ্বরে ভুগছে।
Soft (নরম/কোমল) এর verb form হচ্ছে soften (নরম/কোমল করা)।
: Maiden (প্রথম বক্তৃতা) phrase-টির অর্থ- First speech.
Dangerous (ক্ষতিকর/ঝুঁকিপূর্ণ) অর্থ- risky.
-'কোনো কিছু অনুসারে বোঝাতে preposition হিসেবে by ব্যবহৃত হয়।
-What is the time by your watch?- তোমার ঘড়িতে কয়টা বাজে?
Present, Past এবং Future Perfect Continuous Tense এ নির্দিষ্ট সময় উল্লেখ থাকলে 'since' ব্যবহৃত হয় এবং অনির্দিষ্ট সময়ের পূর্বে 'for' ব্যবহৃত হয় ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
"কোনো কিছুর মাধ্যমে জীবনধারণ করা' অর্থে live এর পরে preposition হিসেবে by বসে। They live by catching fish তারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে। কোনো কিছু খেয়ে বেঁচে থাকা অর্থে live on ব্যবহৃত হয়। যেমন- The cow live on grass.
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কালিদাসের সংস্কৃত ভাষার নাটক 'অভিজ্ঞানশকুন্তলম' এর উপাখ্যান ভাগের বাংলা অনুবাদ করেন 'শকুন্তলা (১৮৫৪) নামে।
তার অনুবাদগ্রন্থঃ
- বেতাল পঞ্চবিংশতি,
- শকুন্তলা,
- সীতার বনবাস,
- ভ্রান্তিবিলাস,
- নীতিবোধ,
- বাঙলার ইতিহাস ইত্যাদি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাগারের জীবনকেন্দ্রিক রচনা 'কারাগারের রোজনামচা" বঙ্গবন্ধু ১৯৬৬ সালের ২ জুন থেকে ৬৭ সালের ২২ পর্যন্ত কেন্দ্রীয় কারাগারে এবং ১৯৬৮ সালের ১৮ জানুয়ারি থেকে ৬৯ সালের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত কুর্মিটোলা সেনানিবাসে অন্তরীণ থাকা অবস্থায় প্রতিদিন ডায়েরি লিখতেন। সেই ডায়েরির পরিমার্জিত রূপ 'কারাগারের রোজনামচা' গ্রন্থটির নামকরণ করেন বঙ্গবন্ধুর কন্যা শেখ রেহানা এবং ভূমিকা লেখেন শেখ হাসিনা। 'কারাগারের রোজনামচা' গ্রন্থটি জাতির পিতার ৯৭তম জন্মদিন ১৭ মার্চ, ২০১৭ সালে প্রকাশিত হয়। এটি ইংরেজিতে অনুবাদ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. ফকরুল আলম এবং বইটি প্রকাশ করেন বাংলা একাডেমি।
বাংলার আদিম অধিবাসীদের ভাষা ছিল অস্ট্রিক। অনার্যদের তাড়িয়ে আর্যরা এদেশে বসবাস শুরু করলে তাদেরই আর্য ভাষা হতে বিবর্তনের মাধ্যমে বাংলা ভাষার উৎপত্তি হয়। পাণিনি হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থ 'বেদ' এর বৈদিক ভাষার সংস্কার সাধন করেন, যা সংস্কৃত ভাষা হিসেবে রূপলাভ করে। সংস্কৃত ভাষা সাধারণ মানুষের মুখের ভাষা ছিল না, এ ভাষা ব্রাহ্মণ পণ্ডিতরা ব্যবহার করতেন। সাধারণ মানুষের মুখের ভাষা ছিল 'প্রাকৃত ভাষা'। পরবর্তীতে প্রাকৃত ভাষা থেকে 'পালি' ও 'অপভ্রংশ' নামক দুটি ভাষার উদ্ভব ঘটে। বাংলা ভাষা অপভ্রংশের নিকট ঋণী। 'প্রাকৃত' ভাষার প্রকারভেদ ঘটলেও সাধারণ মানুষের মুখের ভাষা প্রাকৃতই থেকে গেল। পরবর্তীতে 'প্রাকৃত' ভাষাই ভারতের বিভিন্ন আঞ্চলিক প্রভাবে, কথা ভাষার উচ্চারণের বিভিন্নতা অনুসারে ভিন্ন ভিন্ন রূপ পরিগ্রহ করল। কালক্রমে 'প্রাকৃত' থেকে উৎপত্তি লাভ করে 'বাংলা ভাষা'।
এই রকম আরো কিছু বাক্য সংকোচনঃ
- যার দুহাত সমান চলে - সব্যসাচী।
- যার পূর্বজন্মের কথা স্মরণ আছে - জাতিস্মর।
- অগ্রসর হয়ে অভ্যর্থনা - প্রত্যুদ্‌গমন
- কি করতে হবে যে স্থির করতে পারে না - কিংকর্তব্যবিমূঢ়।
- দমন করা কষ্টকর যাকে - দুর্দমনীয়।
- যার সব কিছু হারিয়েছে - হৃতসর্বস্ব।
কাজী নজরুল ইসলাম 'কাব্য আমপারা' (১৯৩৩) গ্রন্থে পবিত্র কুরআন শরীফের ৩৮টি সুরার অনুবাদ করে তা ছন্দে ছন্দে সাজিয়েছেন। উল্লেখ্য, মোহাম্মদ আকরম খাঁ এর গদ্যগ্রন্থ 'আমপারার বঙ্গানুবাদ'।
ছন্দের ঝংকারে সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা সমৃদ্ধ হতো বলে তাকে 'ছন্দের রাজা' ও 'ছন্দের জাদুকর "বাস্তববাদী কবি' অভিধায় বিশেষায়িত করা হয়। সত্যেন্দনাথ দত্তকে 'ছন্দের জাদুকর' উপাধি প্রদান করেন রবীন্দ্রনাথ ঠাকুর।
 তাঁর রচিত কাব্যগ্রন্থ-
- সবিতা (১৯০০)
- সন্ধিক্ষণ (১৯০৫)
- বেণু ও বীণা (১৯০৬)
- হোমশিখা (১৯০৭)
- ফুলের ফসল (১৯১১)
- কুহু ও কেকা (১৯১২)
- তুলির লিখন (১৯১৪)
- মনিমঞ্জুষা (১৯১৫) ইত্যাদি।
রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭টি গানের সংকলন 'গীতাঞ্জলি' (১৯১০) কাব্য। এ কাব্যের গানগুলি ১৯০৮- ১৯০৯ সালের মধ্যে রচিত এবং গ্রন্থাকারে ১৯১০ সালে প্রকাশিত। গীতাঞ্জলির ১৫৭টি গানের মধ্য থেকে ৫৩টি, 'গীতিমাল্য' ১৬টি, 'নৈবেদ্য' ১৫টি, 'খেয়া' ১১টি, 'শিশু' ৩টি, 'কল্পনা' ১টি, 'উৎসর্গ' ১টি, 'স্মরণ' ১টি, 'চৈতালী' ১টি এবং 'অচলায়তন' থেকে ১টিসহ মোট ৯টি গ্রন্থের ১০৩টি গান / কবিতার ইংরেজি অনুবাদ Song Offerings নামে নভেম্বর, ১৯১২ সালে ইন্ডিয়া সোসাইটি থেকে প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে বাংলা সাহিত্যে গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ Song Offerings এর জন্য নোবেল পান।

কাজী নজরুল ইসলাম - ধুমকেতু। 
রবিন্দ্রনাথ ঠাকুর - ভানুসিংহ ঠাকুর
জসীমউদ্দীন - পল্লীকবি 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0