কোন আমলে সোনারগাঁও বাংলাদেশের রাজধানী ছিল?
A সুলতানী আমলে
B মুঘল আমলে
C পাল আমলে
D মৌর্য আমলে
Solution
Correct Answer: Option A
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পূর্বনাম ছিল সুবর্ণগ্রাম। প্রাচীনকালে মুসলিম সুলতানদের আমলে এটি রাজধানী ছিল। তখন এর নাম ছিল পানাম নগর। ১৬ শতকে বার ভূঁইয়ারা এখানে রাজধানী স্থাপন করে এবং বার ভূঁইয়া প্রধান ঈশা খাঁর স্ত্রী সোনা বিবির নামানুসারে এর নামকরণ করা হয় সোনারগাঁও