বার ভূইঁয়াদের মধ্যে শ্রেষ্ঠ ভূইঁয়া কে ছিলেন?

A চাঁদ রায়

B কেদার রায়

C কন্দন রায়

D ঈসা খাঁ

Solution

Correct Answer: Option D

বাংলার ইতিহাসে ষোড়শ শতকের মাঝামাঝি হতে সতের শতকের মধ্যবর্তী সময়ে বাংলার যেসব বড় বড় জমিদার মুঘলদের অধীনতা মেনে নেননি এবং শক্তিশালী সৈন্য ও নৌ-বহর নিয়ে স্বাধীনতা রক্ষার জন্য একজোট হয়ে মুঘল সেনাপতিদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তেন তারাই বারো ভূঁইয়া নামে পরিচিত। বার ভূঁইয়াদের মধ্যে শ্রেষ্ঠ ভূঁইয়া ছিলেন ঈশা খাঁ। তিনি ১৫৭২-৭৬ সাল পর্যন্ত রাজত্ব করেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions