‘ডকুমেন্টারী হেরিটেজ’ ইউনেস্কো কর্তৃক ঘোষিত হয়েছে-

A ছয় দফা কর্মসূচীর দলিল

B বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ

C জাতিসংঘে বঙ্গবন্ধুর বাংলা ভাষণ

D সব কয়টি

Solution

Correct Answer: Option B

- ৩০ অক্টোবর, ২০১৭ সালে ইউনেস্কোর আন্তর্জাতিক উপদেষ্টা কমিটি Memory of the world Register-এ অন্তর্ভুক্ত করতে ৭৮টি দলিলকে মনোনয়ন দেয়।
- এ তালিকায় ৪৮ নম্বরে নম্বরে ৭ মার্চ, ১৯৭১ সালে রেসকোর্স সোহরাওয়ার্দী উদ্যান) ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে Worlds Documentary Heritage এর অংশ হিসেবে Memory of the world Register অন্তর্ভুক্ত করে।
- ১৯৯৭ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত মোট ৪২৭টি দলিল ও সংগ্রহ Memory of the world Register -এ অন্তর্ভুক্ত করা হয়েছে।
- ৪২৭টি প্রামাণ্য ঐতিহ্যের মধ্যে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণই একমাত্র ও প্রথম অলিখিত ভাষণ।
- উল্লেখ্য, ১৯৯২ সালে ইউনেস্কো Memory of the world Register প্রোগ্রামটি চালু করে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions