পদ্মা সেতুর দৈর্ঘ্য-

A ৬.০০ কি:মি:

B ৬.৩০ কি:মি:

C ৬.২০ কি:মি:

D ৬.১৫ কি:মি:

Solution

Correct Answer: Option D

- পদ্মা নদীর উপর নির্মিত হওয়া মাওয়া (মুন্সিগঞ্জ ) -জাজিরা প্রান্তে অবস্থিত 'পদ্মা সেতু '
- এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ৪ জুলাই ,২০০১ সালে এবং
- মূল কাজের উদ্বোধন করা হয় ২৫ জুন, ২০২২ সালে ।
- এর দৈর্ঘ্য ৬.১৫ কি মি এবং প্রস্থ ১৮.১০ মিটার ।
- এতে মোট পিলার আছে ৪২ টি এবং স্পেন আছে ৪১ টি ।
- এ সেতুর নির্মাণকারী প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions