Solution
Correct Answer: Option A
আল্লাহ মানুষের হেদায়াত বা পথনির্দেশনা ও মানব সভ্যতার উন্নতির জন্য হযরত জিবরাইল (আঃ) এর মাধ্যমে যুগে যুগে নবী ও রাসুলদের কাছে ১০৪টি আসমানি কিতাব নাযিল করেছেন। ১০৪টি আসমানি কিতাবের মধ্যে আল- কুরআন সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (স:) এর ওপর অবতীর্ণ হয়। সর্বশেষ নাজিলকৃত আসমানি কিতাব আল কুরআনে মোট ৩০টি পারা, ১১৪টি সূরা এবং ৬৬৬৬টি আয়াত আছে। ১১৪টি সুরার মধ্যে মাক্কি সূরা ৯২টি এবং মাদানি সূরা ২২টি।