Solution
Correct Answer: Option C
কোন ব্যক্তি তার আবাসস্থল থেকে ৪৮ মাইল (৭৮ কিমি) দূরে সফরের নিয়তে বের হয়ে তার এলাকা পেরিয়ে গেলে শরীয়তের দৃষ্টিতে সে মুসাফির হয়ে যায়। আর তিনি যদি সেখানে ১৫ দিনের কম সময় থাকার নিয়ত করেন, তবে চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজ দুই রাকাত পড়তে হয়। মুসাফিরের নামাজকে শরীয়তের ভাষায় কসর বলা হয়। আরবি ‘কসর' শব্দের অর্থ হলো- কম করা, কমানো।